ইসলামপুরে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা

0
3

উত্তর দিনাজপুরের ইসলামপুরে শনিবার ভর সন্ধ্যায় শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা বাপী রায়। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির এক স্বামী। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন তার এক সঙ্গীও।খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ইসলামপুরের মাদারিপুরে এলাকার উন্নয়ন নিয়ে পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি হোটেলে বৈঠক চলছিল। ঘন্টাখানেক চলার পর সেই বৈঠক শেষ হয়। হোটেল থেকে বের হওয়ার পরেই বাপী রায়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে নয় দশ জনের দুষ্কৃতীর দল। ঘটনার আকস্মিকতায় অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। গুলিবিদ্ধ হন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপী রায় ও তাঁর সঙ্গী আরও এক তৃণমূল কর্মী।রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপী রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। গুরুতর আহত তৃণমূল কর্মীর অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন- তালা মেরেছিলেন শান্তনু, জিতেই বড়মার বন্ধ ঘর দখলমুক্ত মধুপর্ণার!

ভিন রাজ্যের দুষ্কৃতীরা এই অপরাধের সঙ্গে যুক্ত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভবানী ভবনে বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন
কমিশনারেটের পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক
করেছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা
মনোজ ভার্মা।