বিধানসভায় ন্যায় সংহিতা, NEET-এর বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
4

দেশকে এমার্জেন্সির পথে ঠেলে দিয়ে অপরাধ আইনে সিলমোহর দিয়েছিল বিজেপি সরকার। শুক্রবারই মুম্বইয়ে বসে এই নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথাও ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বিজেপি সরকারের আমলে পুষ্টি পাওয়া NEET প্রবেশিকার দুর্নীতিতে ন্যাশানাল টেস্টিং এজেন্সির যোগ নিয়েও নিন্দা প্রস্তাব আনার কথা জানালেন তিনি।

বিধানসভা উপনির্বাচনের ফলাফলে রাজ্যে একদিকে যখন চার তৃণমূল বিধায়কের সংখ্যা বাড়ল সেখানে বিজেপির বিধায়কের সংখ্যা কমে গেল। তিনটি কেন্দ্র হারিয়ে বিধানসভায় আরও দুর্বল রাজ্য বিজেপি। অধিবেশন শুরু হলেই তাই জনস্বার্থ বিরোধী ন্যায় সংহিতা নিয়ে নিন্দা প্রস্তাব আনবেন তৃণমূল বিধায়করা। মমতার কথায়, “এই ন্যায় সংহিতা আইনে আমি জানি না ওরা কী করে রেখেছে। কীভাবে আপনাদের জীবন এই আইনে বিপন্ন হবে। স্বাধীনতা প্রশ্নের মুখে দাঁড়াবে। কোনও প্রমাণ ছাড়াই একজনকে অভিযুক্ত করে দেওয়া যাবে।”

সেই প্রসঙ্গেই বিভিন্ন রাজ্যে যেখানে বিরোধীরা ক্ষমতায় রয়েছে, সেখানে এই আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে একথা উল্লেখ করেন তিনি। তৃণমূলনেত্রী জানান, “আমরাও আনব নিন্দা প্রস্তাব। বিধানসভা শুরু হলে আমরা এটা আনব। আমরা দুটি করব। একটি ন্যায় সংহিতার বিরুদ্ধে, একটি NEET-এর বিরুদ্ধে।”