ভারতের রায় বিজেপির বিপক্ষে: উপনির্বাচনে জোটের ১০ আসন জয়ে সাফ কথা মমতার

0
4

বিজেপি বা এনডিএ আদৌ মানুষের রায় নিয়ে সরকার গঠন করেনি। বারবার সংসদে এবং সংসদের বাইরে জোর দিয়ে একথা বলেছে বিরোধী দলের নেতারা। লোকসভা নির্বাচনের প্রায় একমাস পরে সাত রাজ্যের বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ বিজেপি তথা এনডিএ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা নির্বাচনে দেশের মানুষ যে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছিলেন, উপনির্বাচনের ফলাফলেও তারই প্রমাণ মিলেছে।

বাংলার তিনটি আসনে বিরোধীদের সাফ করে দিয়েছে তৃণমূল।
হিমাচলপ্রদেশ – দেহেরা ও নালাগড় কেন্দ্রে জয় লাভ করেছে কংগ্রেস। হামিরপুর কেন্দ্রে মাত্র ১৫৭১ ভোটে জিতেছে বিজেপি।
উত্তরাখণ্ড – বদ্রিনাথ ও মংলউর দুই কেন্দ্রেই জিতেছে কংগ্রেসের প্রার্থীরা
পঞ্জাব – জলন্ধর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ৩৭,৩২৫ ভোটে পরাজিত করেন আপ প্রার্থী
মধ্যপ্রদেশ – ডবল ইঞ্জিন রাজ্যে অমরওয়ারা কেন্দ্রে মাত্র ৩০২৭ ভোটে জয় লাভ করেন বিজেপি প্রার্থী
বিহার – রূপৌলি কেন্দ্রে নির্দল প্রার্থী ৮২৪৬ ভোটে পরাজিত করেন জেডিইউ প্রার্থীকে
তামিলনাড়ু – রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বিকে ৬৭,৭৫৭ ভোটে পরাজিত করেন

নির্বাচনের ফলাফলে তৃণমূল সুপ্রিমোর সাফ প্রতিক্রিয়া, “সারা ভারতে বিজেপি পর্যুদস্ত হয়েছে। অল ইন্ডিয়াতে ট্রেন্ড হচ্ছে বিজেপির বিরুদ্ধে। আর এই ট্রেন্ড খুব স্পষ্ট। তারপরেও তারা এজেন্সি-রাজ চালাচ্ছে।”

এই প্রসঙ্গেই লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গে টেনে আনেন তিনি। তাঁর দাবি, “আগেও মানুষের রায় এনডিএ-র পক্ষে ছিল না। I.N.D.I.A. জোটের পক্ষেই ছিল। মানুষের রায় তাদের বিরুদ্ধে।” এই প্রসঙ্গে এনডিএ জোট শরিকদের লোকসভা নির্বাচনে ৪৬ শতাংশ ও বিরোধী জোট শরিকদের প্রায় ৫১ শতাংশ ভোট পাওয়ার প্রসঙ্গও টেনে আনেন তিনি।