বিপুল ভোটে জয়। উপনির্বাচনে (By Election) রেকর্ড ভোটে জয়। মানিকতলায় (Maniktala) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey) ৬২ হাজারের বেশি ভোটে জিতেছেন। তৃণমূল কংগ্রেসে উচ্ছ্বাস সর্বত্র। এই সাফল্যকে মাথায় রেখেই এই কেন্দ্রের নির্বাচনী কমিটির (Election Committee) মেয়াদ বৃদ্ধি করল দল।

শনিবার দলের তরফে রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, বিপুল জয় এবং সাফল্যের পর মানিকতলা কোর কমিটির মেয়াদ বৃদ্ধি করছে তৃণমূল নেতৃত্ব। নতুন বিধায়ককে কাজে সহযোগিতা করার জন্য এই কমিটি সহযোগিতা করবে। নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকছে। উল্লেখ্য, ভোটের প্রার্থী ঘোষণার আগেই স্বয়ং দলনেত্রী এই কোর কমিটি তৈরি করে দেন। কোর কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ। সম্মানীয় অন্যান্য সদস্য হলেন, অতীন ঘোষ, পরেশ পাল, স্বপন সমাদ্দার ও অনিন্দ্য রাউত।














































































































































