ফের মর্মান্তিক ঘটনা। উত্তরপ্রদেশের পর এবার বিহার। বাজ পড়ে একদিনে মৃত্যু ২৫ জনের। আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।


যে ২৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৫ জন মধুবনির বাসিন্দা, ৪ জন ঔরঙ্গাবাদের, ৩ জন সুপাউল এবং নালন্দার বাসিন্দা। ২ জন করে মারা গিয়েছে লক্ষ্মীসরাই এবং পাটনাতে। ১ করে মারা গিয়েছে বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর এবং পুর্নিয়ায়। বিহারের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে এখনও পর্যন্ত জুলাই মাসে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৫০ জনের।

বিহারে কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পাটনা-সহ একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কবার্তা।










































































































































