দীর্ঘ ছুটির অবসর শেষ হতেই সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার তত্ত্ব তালাশ। যারা চাকরি হারিয়েছেন, তাঁদের কথাও শোনার জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। ১৬ জুলাই মূল মামলার সঙ্গেই শোনা হবে তাঁদের কথাও।
কলকাতা হাইকোর্টের নির্দেশে রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ৭ মে সেই মামলার শুনানিতে হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।
চাকরি হারানো শিক্ষকরা দাবি করেন এই মামলায় তাঁদের বক্তব্যও গুরুত্বপূর্ণ। এরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড় চাকরিহারাদেরও মামলার আবেদন করার নির্দেশ দেন। মূল মামলার সঙ্গেই নথিভুক্ত করা হবে এই মামলাগুলিও।