রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বেলেঘাটা নবজাগ্রত সংঘ

0
2

গ্রীষ্মকালে রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।

সারাবছরই মানুষের পাশে থাকে তারা। তবে কিছু বিশেষ দিনে সমাজ সেবামূলক কাজে অংশ নেন। বেলেঘাটা নবজাগ্রত সংঘে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মে  যে রক্তের বিপুল চাহিদা তৈরি হয় সেই কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিগত বছরগুলিকে ছাপিয়ে এই বছর সর্বোচ্চ রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে বহু মহিলাও রক্ত দিতে এগিয়ে আসেন। ক্লাবের সদস্যরা ছাড়াও উপস্তিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্টরা। এদিন প্রায় ৬০ জন রক্তদান করেন। বিশিষ্ট চিকিৎসক অশোক রায় বলেন, এই সময় রক্তের চাহিদা অনেক বেশি থাকে। এই উদ্যোগ প্রতি বছরই এই ক্লাব নেয় । এবারও রক্ত দিতে বহু মানুষ এগিয়ে এসেছেন।

সুশ্রুত আই ফাউন্ডেশনের পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ডিভাইন নার্সিংহোমের সহযোগিতায় ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল।
স্বাস্থ্য শিবিরের পরিচালনায় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সভাপতি ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ইন্দ্রনীল সরকার। একই সাথে ক্লাবের প্রতিষ্ঠাতা বেলেঘাটার প্রাণপুরুষ চিকিৎসক সুদীপ রায়ের স্মরণ সভা ও ক্লাবের ৫৮ তম দুর্গাপুজোর খুঁটি পুজো হয় এদিন।