লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তাঁর কথায়, ভোটের ফলাফলে স্পষ্ট, ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত কিছুটা হলেও আটকানো গেছে! পাশাপাশি, কেন্দ্রের মোদি সরকারের “ভারতীয় ন্যায় সংহিতা” নিয়েও কড়া সমালোচনা করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ।

বোলপুরে একটি সেমিনারে সভায় বক্তব্য রাখতে গিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অমর্ত্য সেন (Amartya Sen) বলেন, “স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল ৷ ভারতবর্ষকে কিভাবে হিন্দুরাষ্ট্র করা যায় এই আলোচনা হত। কিন্তু, আমাদের জানা দরকার হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই৷ তাই লোকসভা যে নির্বাচন হল আমাদের দেশে তাতে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করার যে প্রচেষ্টা তা আটকানো গেল। ওরা এটা মানতে পারল না, যেখানে বড় মন্দির তৈরি হল সেখানে একজন সেকুলার দলের প্রার্থী, হিন্দু রাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছে। দেখুন, ভারতবর্ষ একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়, তবে বহু ধর্মের দেশ তো বটেই।”

“ভারতীয় ন্যায় সংহিতা”র সমালোচনা করে অর্থনীতিবিদ বলেন, “সংবিধান বদল করতে যে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি ৷ মণিপুরের যা সমস্যা মধ্যপ্রদেশের তা সমস্যা নিশ্চই নয়।”

ভারতীয় ন্যায় সংহিতা লাগু নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য, “একটা সংবিধান বদলাতে গেলে যে আলোচনা দরকার। সেগুলো হয়নি, আক্ষেপ ৷ আরও আলোচনার তো প্রয়োজন ছিল, তার প্রমাণ তো দেখি না ৷ মণিপুরে যে সমস্যা, মধ্যপ্রদেশে সেই সমস্যা নিশ্চই নয়।”
আরও পড়ুন:“এক মাঘে শীত যায় না!” জয়েন্ট রাজ্যের হাতে ফেরানোর দাবি জানিয়ে কটাক্ষ ব্রাত্যর








































































































































