দেশ-বিদেশের নানা সম্মান-পুরস্কার রয়েছে তাঁর মুকুটে। এবার তাতে যুক্ত হল NABC-2024 সম্মান। অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সমিত রায়কে (Samit Ray) এবছর ভারতের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করা হয়েছে।
প্রতিবছরই বিভিন্ন পেশায় সেরাদের সম্মান জানায় উত্তর আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC)। এবছর আমেরিকার শিকাগোতে ৪৪তম NABC-এ ভারতের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করা হয়েছে প্রফেসর ড. সমিত রায়কে। অ্যাডামাস ইউনিভার্সিটির তরফ থেকে এই খবর স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, NABC-র মতো বিশ্বব্যাপী বাঙালিদের শ্রেষ্ঠত্ব উদযাপনকারী একটি স্বীকৃত ফোরামের থেকে এই সম্মানে গর্বিত তারা। শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদান রয়েছে সমিত রায়ের (Samit Ray)। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী প্রচেষ্টার উপর জোর দেয়। “এই প্রশংসা আমাদের শিক্ষার ভবিষ্যত গঠন এবং আগামী দিনের নেতাদের লালন-পালনের মিশন চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।“
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.










































































































































