১) বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। সকাল থেকেই দেষে আবেগে ভাসলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথম দিল্লি , তারপর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। সব জায়গায় জনস্রোতে ভাসল টিম ইন্ডিয়াকে নিয়ে। এদিন মুম্বই বিমানবন্দরে নেমে হুড খোলা বাসে করে জনসমুদ্রের মধ্যে দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন রোহিতরা।
২) টি-২০ বিশ্বকাপ জয়ের পর আজই সকালে দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লিতে নেমেই উচ্ছ্বাসে মাতেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান তাঁরা। সেখানে দীর্ঘ আলোচনায় মাতেন ভারতীয় ক্রিকেটাররা।

৩) কলকাতা লিগের ম্যাচে ধাক্কা খেল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে পিছিয়ে পড়েও বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল কিবু ভিকুনার দল।

৪) ইউরোর কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে পর্তুগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই হাইভোল্টেজ ম্যাচকে বিশেষজ্ঞরা আবার গুরু-শিষ্যের লড়াই হিসাবে চিহ্নিত করছেন। কারণ এই লড়াইয়ে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপে।
৫) চলতি ইউরোয় এখনও পর্যন্ত ফর্মে দেখা যায়নি কিলিয়ান এমবাপেকে। তবে তাঁর মতো ফুটবলার যে সবসময় ভয়ঙ্কর তা ভাল ভাবে জানে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে নামার আগে তাই সতর্ক পর্তুগাল। এমবাপের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা।
আরও পড়ুন- ওয়াংখেড়েতে ট্রফি হাতে আবেগে ভাসলেন বিরাট-রোহিতরা , কী বললেন তাঁরা



 
 
 
 



































































































































