ফের অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি বিজেপির (BJP) বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি (Lal Krishna Advani)। বুধবার রাতে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে (Apollo) ভর্তি করা হয় বলে খবর। গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করতে হল বর্ষীয়ান এই বিজেপি নেতাকে (BJP)।


সূত্রের খবর গত মাসের ২৭ তারিখই তাঁকে দিল্লির AIIMS হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। কিন্তু মাত্র ছ’দিনের মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ফিরতে হল তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে লালকৃষ্ণ আদবানির শারীরিক অবস্থা স্থিতিশীল। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। একাধিক মেডিক্যাল টেস্ট করা হচ্ছে তাঁর।

বুধবার রাত ৯টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর আগে গত ২৬ জুন তাঁকে ইউরিন ইনফেকশনের কারণে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আদবানি চলতি বছরের শুরু থেকেই বেশ অসুস্থ ছিলেন। এ বছরই তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার কথা ভেবেই তাঁর বাসভবনে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।





























































































































