বর্ধমান জেলার কালনা (Kalna Railstation) রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে শ্যুট আউটের ঘটনা। চারজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রাজা (Raja) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কালনার নিউ মধুবন এলাকার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আটক চায়ের দোকানের মালিকসহ দুই।


প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি হুগলি জেলার চুঁচুড়া এলাকায়। বর্ধমানে একটি স্টেশনের দোকানে তিনি কর্মরত ছিলেন। সোমবার দোকানে রাতের খাবার খাওয়ার সময় বাইকে করে এসে খুব কাছ থেকে দুস্কৃতীরা গুলি চালায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। কেন এই আক্রমণ তা স্পষ্ট নয়। মৃত ব্যক্তি কোনও অসামাজিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা বা কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।








































































































































