পরিবারের সদস্যরা ছুটি কাটাতে গিয়েছিলেন মুম্বইয়ের (Mumbai) লোনাভালায় (Lonavala)। কিন্তু সেখানে এত বড় বিপদ তাঁদের জন্য অপেক্ষা করে আছে তা কে জানত? লোনাভালা জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের সাত সদস্য। তাঁদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে বলে খবর। ইতিমধ্যে তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দু’জন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি।


ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝে একেবারে ভয় সিঁটিয়ে রয়েছেন সাত জন। একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। প্রাণের ভয়ে চিৎকার করছেন। তাঁদের চারপাশ দিয়ে প্রচণ্ড গতিতে বইছে জল। জলপ্রপাতের মাঝে একটি ছোট পাথরের উপরে কোনওরকমে রকমে সাত জন দাঁড়িয়ে ছিলেন। আশপাশের অন্য পর্যটকেরা চেষ্টা করেও তাঁদের সাহায্য করতে পারেননি। কারণ, ওই জলের কাছাকাছি গেলে তাঁদেরও প্রাণ সংশয় ঘটত পারত। এরপর সেই জলের তোড়েই ভেসে যান সাত জনই। পরে জানা যায়, দু’জন সাঁতার কেটে নিরাপদ জায়গায় ফিরতে পেরেছেন। তিন জনের দেহ উদ্ধার করা হয়। তবে এখনও খোঁজ মেলেনি দু’জনের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জলের তোড়ে ভেসে গিয়ে নীচের জলাশয়ে পড়েছিলেন ওই পরিবারের সাত জনই। দু’জন উঠে আসতে পারলেও বাকিদের পক্ষে তা সম্ভব হয়নি। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে লোনাভালা এখন জনপ্রিয় ডেস্টিনেশন। সেখানেই সপ্তাহান্তে ঘুরতে গিয়েছিলেন ওই পরিবারের লোকজন। এক জন মহিলা এবং এক জন পুরুষ ছিলেন। বাকি সকলেই ছিল শিশু কিংবা কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই পরিবার যখন জলের মাঝে পাথরে গিয়ে দাঁড়িয়েছিল, তখন জল কম ছিল। আচমকা জল বাড়তে শুরু করে এবং প্রবল স্রোতে পাথরের চারপাশ দিয়ে জল বইতে শুরু করে। ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।










































































































































