দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট শেফালি-স্মৃতির, প্রথম দিনেই ভারতের রান সংখ্যা  ৪ উইকেট হারিয়ে ৫২৫

0
2

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচের টেস্টে দাপট ভারতের মেয়েদের। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিন তুল ৫২৫ রান। ব্যাট হাতে দাপট শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনার। রেকর্ড গড়েন শেফালি।

আজ থেকে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫২৫ রান করল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভাররাম এবং স্মৃতি মান্ধনার। ২০৫ রান করেন শেফালি। আর স্মৃতি করেন ১৪৯ রান। এদিন শেফালি ২০৫ রান করতেই রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড।১৯৪ বলে দ্বিশতরান করেন শেফালি। সাদারল্যান্ড দ্বিশতরান করেছিলেন ২৪৮ বলে।  শেফালি ইনিংস সাজান ২৩টি চার এবং আটটি ছক্কা দিয়ে। অল্পের জন্য হাতছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের রেকর্ড। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শেফালি এবং স্মৃতি। দু’জনে মিলে ২৯২ রানের জুটি গড়েন। যা রেকর্ড। মেয়েদের টেস্টে এর আগে ওপেনিং জুটিতে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল পাকিস্তানের কিরণ বালুচ এবং সাজ্জিদা শাহর। তারা মিলে ২৪১ রানের জুটি গড়েছিলেন ।

এদিকে ভারতের হয়ে ৫৫রান করেন জেমিমা রডরিগেজ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। ৪২ রানে অপরাজিত হরমনপ্রীত। ৪৩ রানে অপরাজিত রিচা।

আরও পড়ুন- তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে কী বললেন অক্ষর প্যাটেল?