নির্বাচনের সময় নিজের রাজ্যে সুশাসনের ডঙ্কা বাজানো যোগির রাজ্যে দলিতদের কী পরিস্থিতি তা ফিরোজাবাদের ঘটনা আরও একবার প্রমাণ করল। থানায় অত্যাচার করে এক দলিত যুবকের মৃত্যুর ঘটনায় এবার প্রতিবাদে সামিল তৃণমূলও। লোকসভা নির্বাচনের ফলাফল অখিলেশের সমাজবাদী পার্টি ভালো ফল করার পরে উত্তরপ্রদেশের মানুষও সাহস দেখিয়েছেন এই ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার।


১৮ জুন বাইক চুরির অভিযোগে আকাশ সিং জটব নামে এক যুবককে গ্রেফতার করে ফিরোজাবাদ পুলিশ। পুলিশ হেফাজতেই ২১ জুন মৃত্যু হয় আকাশের। একমাত্র ছেলেকে ফিরে পেতে চাইলে তাঁর মায়ের কপালে জোটে পুলিশের লাঠি।

এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দাবি, ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে দলিতদের উপর অত্যাচার এখন নিউ নর্ম্যাল হয়ে গিয়েছে। ২৮ বছরের দলিত যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু প্রমাণ করছে যোগি আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ পুলিশের হাতে রক্ত লেগে রয়েছে।









































































































































