আচমকাই গ্যাস লিক (Gas Leak) করে ছড়াল আগুন! দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই শিক্ষিকা (Teacher)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে হাওড়া (Howrah) জেলার লিলুয়ার সারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে প্রাথমিক স্কুলটিতে যখন প্রার্থনা হচ্ছিল, সেই সময় বিকট শব্দ শোনা যায়। তারপরই দেখা যায় স্কুলের রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।


এরপরই আগুন ছড়িয়ে পড়তেই ছুটোছুটি শুরু হয়ে যায়। স্কুলের শিক্ষকের কেউ কেউ দৌড়ে গিয়ে দেখেন, প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহ শিক্ষিকা এমিলি সাহা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। পরে স্কুলের শিক্ষক এবং স্থানীয় মানুষজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। দমকলের আধিকারিক এবং কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপরই গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে নিয়ে আসা হয়। গুরুতর জখম অবস্থায় অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খুদে পড়ুয়াদের মধ্যেও।


স্কুলের এক শিক্ষক জানান, চা বানাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। গ্যাস লিক করে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। তবে স্কুলের ছাত্রছাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।










































































































































