রাজ্যের আসন্ন চারটি বিধানসভা উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে মোতায়েন হতে চলেছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাল থেকেই ওই সব এলাকায় বাহিনী রুট মার্চ করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি চালাবে। উল্লেখ্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন। ভোটগণনা ১৩ জুলাই।

কমিশন সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বুথে ব্যবহার করা হবে ৪৭ কোম্পানি। বাকি বাহিনী রাখা হবে স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য। প্রসঙ্গত সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে ৷ বাগদায় থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷
আরও পড়ুন- বিরোধী দলনেতা রাহুল গান্ধী, নাম প্রস্তাব জোটের পক্ষ থেকে






































































































































