প্রয়াত ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ (Pirates of the Caribbean)খ্যাত অভিনেতা টামায়ো পেরি (Tamayo Perry)। হাওয়াই দ্বীপে উদ্ধার ৪৯ বছরের অভিনেতার ছিন্ন ভিন্ন দেহ। একটি হাত ও পা খুঁজে পাওয়া যায়নি। মৃতদেহ দেখে প্রাথমিক অনুমান হাঙরের আক্রমণেই মৃত্যু হয়েছে ‘ব্লু ক্রাশ’ অভিনেতার।

হাওয়াইয়ের গোট দ্বীপে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। সেখানেই অতর্কিতে হাঙরের আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরে হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের তরফে টামায়োর মৃত্যুর খবর ঘোষণা করা হয়। পরিবারের লোকেরা অভিনেতার দেহ সনাক্ত করেছেন। ‘চার্লি’স এঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।








































































































































