চিকিৎসা করাতে এসে নিখোঁজ! অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের যুবকের

0
3

দিনকয়েক আগেই আচমকা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কলকাতার (Kolkata) হোটেল (Hotel) থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে খোঁজ মিলল নিখোঁজ বাংলাদেশি যুবক (Bangladesh Boy) দিলওয়ার হোসেনের। সূত্রের খবর, বর্তমানে কলকাতারই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। গত বৃহস্পতিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাংলাদেশি ওই যুবকের।

তবে নিখোঁজ হওয়ার পর থেকেই দিলওয়ারের পরিবার ও কলকাতা পুলিশ জোরকদমে দিলওয়ারের খোঁজ করলেও তাঁর সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার রাতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দুই সদস্য রাস্তা থেকে বছর তেইশের যুবক দিলওয়ারকে উদ্ধার করে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করায় বলে খবর। উল্লেখ্য, চিকিৎসা করাতে কিছু দিন আগে কলকাতায় আসেন দিলওয়ার। আগেই তাঁর মস্তিষ্কে কিছু সমস্যার জন্য পাবনার বাসিন্দার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় দিলওয়ারের পরিবার তাঁকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে আসে। কলকাতায় এসে তিনি ওঠেন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে। পাশাপাশি চিকিৎসা করাচ্ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু আচমকাই মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেল থেকে হঠাৎ থেকে নিখোঁজ হয়ে যান দিলওয়ার।

তারপর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করেও দিলওয়ার হোসেনের কোনও খোঁজ পাওয়া যায়নি পরিবার। এরপরই বৃহস্পতিবার সকালে পার্ক স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করে দিলওয়ারের পরিবার। সেই মতো তল্লাশিও শুরু করে পুলিশ। অবশেষে দিলওয়ারকে খুঁজে পাওয়ায় খুশি তাঁর পরিবারের সদস্যরা। কলকাতা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি এই পরিবার।