কুলদীপের দাপট, সুপার আটে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের

0
2

টি-২০ বিশ্বকাপের সুপার আটে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন বাংলাদেশকে ৫০ রানে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে সেমিফাইনালের রাস্তা প্রসস্ত করল টিম ইন্ডিয়া। ম্যাচে দুরন্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার। অর্ধশতরান করলেন তিনি। বল হাতে দাপট কুলদীপ যাদবের। নিলেন তিন উইকেট।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান কড়ে টিম ইন্ডিয়া। সৌজন্যে হার্দিক পান্ডিয়ার অর্ধশতরান। যখন রোহিত শর্মা-বিরাট কোহলি-ঋষভ পন্থরা ব্যাট হাতে ব্যর্থ। তখন দলকে ভরসা দেন হার্দিক। ৫০ রান করেন তিনি। এদিকে আজও ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক। করেন ২৩ রান। বিরাট করেন ৩৭ রান। এই রান করতেই নজির গড়েন তিনি।  বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ৩০০০ রান পূর্ণ করলেন কোহলি। কোহলির নতুন রেকর্ড একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেট মিলিয়ে।আইসিসি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসাবে ৩০০০ রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এদিকে ৩৬ রান করেন ঋষভ পন্থ। এদিন রান পেলেননা সূর্যকুমার যাদব। মাত্র ৬ রান করেন তিনি। শিবম দুবে করেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান শাকিব এবং রিষাদ হুসেন। একটি উইকেট নেন শাকিব উল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে লড়াই চালায় নাজমুল হুসেন শান্ত। ৪০ রান করেন তিনি। ১৩ রান করেন লিটন দাস। তাঞ্জিড করেন ২৯ রান। শাকিব করেন ১১ রান। ভারতের হয়ে ৩ উইকেট কুলদীপ যাদবের। দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং-এর। একটি উইকেট হার্দিক পান্ডিয়ার।

আরও পড়ুন- দলবদলে চমক লাল-হলুদের, এবার সই করালো জোথানপুইয়াকে