জার্মান কনস্যুলেট ও সুকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বাংলার লোকশিল্প সংরক্ষণে ভার্চুয়াল লাইব্রেরির উদ্বোধন

0
5

জার্মান কনস্যুলেট জেনারেল কলকাতা (German Consulate General Kolkata) এবং সুকৃতি ফাউন্ডেশনের (Sukriti Foundation) উদ্যোগে বাংলার লোকশিল্পকে সংরক্ষণের লক্ষ্যে এক বিশেষ ভার্চুয়াল লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। ২০ জুন বৃহস্পতিবার বৃষ্টিভেজা সন্ধ্যায় কলকাতার ম্যাক্সিমুলার ভবনে। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটালাইজেশন পদ্ধতিতে ধরে রাখতে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ভার্চুয়াল মিউজিয়ামে (Virtual Museum) বাংলার প্রায় ৪০ ধরনের শিল্প সংস্কৃতির নথি লিপিবদ্ধ করার পাশাপাশি তার ছবি ও ভিডিও প্রদর্শন কেউ সংরক্ষণ করা হয়েছে।

ডিজিটাল পদ্ধতিতে এই ভার্চুয়াল মিউজিয়ামের উদ্বোধন করেন জার্জন কার্জহাল্স (Juergen Kurzhals) এবং বর্ষীয়ান সাংবাদিক তথা সুকৃতি ফাউন্ডেশনের (Sukriti Foundation) তরফে এই প্রকল্পের পরিচালক অভিজিৎ দাশগুপ্ত (Abhijit Dasgupta)। উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী রুপম ইসলাম, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ অন্যান্যরা। এদিন নাগাল্যান্ডের সংস্কৃতিক ঐতিহ্যের নথি সংক্রান্ত সুরক্ষার দিকটির কথাও তুলে ধরা হয়। বাংলার ভাদু, টুসু, বিয়ের গান, বুলবুলি নৃত্য, গম্ভীরা, লহংকরি সহ আরও বেশ কিছু আর্ট ফর্মের ডকুমেন্টেশন সংরক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্য এবং গ্রামীণ শিল্প সংস্কৃতিকে এভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা, নতুন ভাবে দিশা দেখানোর এই প্রচেষ্টাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।