রেশন মামলায় ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এদিন বেলা ১২ টা ৫৩ মিনিটে কেন্দ্রীয় এজেন্সির দফতরে উপস্থিত হন নায়িকা। সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে। বুধবার বারোটা নাগাদ অভিনেত্রীর হিসাবরক্ষক নথি নিয়ে হাজির হন। ঘণ্টাখানেক পরেই আইনজীবী নিয়ে উপস্থিত হন টলিক্যুইন। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি (ED) তলব করেছে।


এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন যে এই ধরণের ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পাশাপাশি তিনি বলেন সামনে তাঁর একাধিক ছবি মুক্তি রয়েছে। তার আগে এমন ঘটনা বেশ বিরক্তিকর এবং এতে তাঁর সম্মানহানি হয়েছে বলেই অভিযোগ ঋতুপর্ণার। গত মাসে তাঁকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর আজ দুপুরে হাজির হলেন তিনি।








































































































































