চলছে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যে সুপার আটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন রাহুল দ্রাবিড়। আর সূত্রের খবর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের হটসিটে বসতে চলেছেন গৌতম গম্ভীর। আর তার ঘোষণা নাকি খুব তাড়াতাড়ি করতে চলেছে বিসিসিআই। এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের খবর।

চলতি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়।২০২৩ বিশ্বকাপের পরই টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নেন তিনি। জানা যাচ্ছে, আর ভারতীয় দলের কোচ হিসাবে কাজ করতে রাজি নন তিনি। কোচ হওয়ার জন্য আবেদন করেননি দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিজ্ঞাপনও দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর , এই পদে বিসিসিআইয়ের প্রথম পছন্দ কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নেওয়ার পরই দশ বছর পর কেকেআরকে আইপিএল ট্রফির স্বাদ দিয়েছেন তিনি। আর এটাই নাকি মনে ধরেছে বিসিসিআইয়ের। আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহ-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।
আরও পড়ুন- রোহিতদের ভাবী হেডস্যর গম্ভীরকে আগাম সতর্কবার্তা কুম্বলের









































































































































