বল হাতে দাপট বুমরাহের, পাকিস্তানকে হারাল ৬ রানে

0
2

পাকিস্তানের বিরুদ্ধে ৬ রানে জয় ভারতের। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ৪২ রান ঋষভ পন্থের। ২০ রান অক্ষর প্যাটেলের। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়ারও।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রান করেন টিম ইন্ডিয়া। এদিন ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদবরা। ১৩ রান করেন ভারত অধিনায়ক। ৪ রান করেন বিরাট কোহলি। ৪২ রান করেন ঋষভ পন্থ। ২০ রান করেন অক্ষর। ৭ রান করেন সুর্য। ৩ রান করেন শিভম দুবে। ৭ রান করেন হার্দিক পান্ডিয়া। শূন্যরান করেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট নেন নাশিম শাহ এবং হরিষ রৌফ। ২ উইকেট নেন আমির। ১ উইকেট নেন শাহিন আফ্রিদি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ১৩ রান করেন বাবর আজম। ১৩ রান করেন উসমান খানও। মহম্মদ রিজওয়ান করেন ৩১ রান। ১৩ রান করেন ফকর আজম। টিম ইন্ডিয়ার ৩টি উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন- ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ