রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Secretary Council) অস্থায়ী দেশ হিসাবে জায়গা পাকা করল পাকিস্তান (Pakistan)। শুক্রবার ১৮২ ভোট পেয়ে নিরাপত্তা পরিষদে নিজেদের জায়গা পোক্ত করে নিল শাহবাজ শরিফের দেশ। ২০২৫ সাল থেকে আগামী ২ বছর অস্থায়ী সদস্য হিসেবে থাকবে পাকিস্তান। স্বভাবতই প্রতিপক্ষ দেশের নিরাপত্তা পরিষদে জায়গা পাকা করায় কিছুটা হলেও যে মোদি সরকারের অস্বস্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।


এদিকে দেশের জায়গা পাকা হতেই উচ্ছ্বসিত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি লেখেন, ২০২৫-২৬ সালে নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে সবসময় আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব।


১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন এবং ফ্রান্স। বাকি ১০টি অস্থায়ী সদস্যপদের জন্য দু’বছর অন্তর ভোটাভুটি হয়। পাঁচটি করে দেশ নির্বাচিত হয়ে আসে। এবার পাকিস্তান ছাড়াও ভোটে জয়ী হয়েছে, সোমালিয়া, ডেনমার্ক, গ্রিস এবং পানামা।










































































































































