এনডিএ জোটের নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদিকেই মেনে নিলেন জোট শরিকরা। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে সরকার গঠনে মরিয়া বিজেপি ও তাঁদের মিত্র সঙ্গীরা। জোটের শরিকদের কোনওমতে সরকার গঠন পর্যন্ত ধরে রাখাই এখন মূল লক্ষ্য মোদি-শাহের। মঙ্গলবার ফলাফল প্রকাশের পর তাই বুধবার সকাল থেকেই বৈঠকে ডাকা হয় জোট শরিকদের। বৈঠকে জোট শরিকদের ২১ সদস্যের সম্মতিতে লোকসভার নেতা হিসাবে নরেন্দ্র মোদিকে মেনে নেওয়া হয়।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বুধবার রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে মন্ত্রীসভা বানচাল করে দেওয়ার অনুরোধ জানান। তবে তার আগেই দিল্লি এসে পৌঁছান টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু ও বিহারের জেডিইউ নেতা নীতীশ কুমার। রাজনীতিকদের মত অনুযায়ী যে দুই এন-কে নিয়ে তৃতীয়বার সরকার গঠনের আশায় বুক বাঁধছে এনডিএ জোট, তাদের আশ্বাসেই পদত্যাগপত্র জমা দিতে যান মোদি।

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে মরিয়া বিজেপি। প্রধানমন্ত্রীত্বের লোভে বারবার দল বদল করা চন্দ্রবাবু বা নীতীশের সঙ্গে জোট বাঁধতে জোটের বৈঠকে দুই নেতাকে পাশে নিয়ে বসেন মোদি। খানিকটা বিরোধীদের আত্মবিশ্বাসে আঘাত করার পলিসি নিয়ে আগে বৈঠক ও তার ছবি প্রকাশের পথে হাঁটে বিজেপি। তবে মোদিকে নেতা হিসাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলেও বুধবারও সরকার গঠনের প্রস্তাব পেশের অবস্থায় নেই বিজেপি, দাবি বিরোধী নেতাদের।










































































































































