রেশন মামলায় (Ration Case) আজ সল্টলেকে ইডির (ED) সদর দফতরে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) হাজিরা দেওয়ার কথা। সকাল ১১ টার মধ্যে কেন্দ্রীয় এজেন্সির অফিসে অভিনেত্রী হাজির হবেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।


লোকসভা ভোটের মাঝে আচমকাই জানা যায় বাকিবুর রহমানকে রেশন মামলায় জেরা করতে গিয়েই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর নাম উঠে আসে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নথি এবং তথ্য নিয়ে ঋতুপর্ণাকে তলব ইডির। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজ়ভ্যালিতে আর্থিক দুর্নীতি মামলায় এক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।যদিও যেদিন সমন পাঠানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে সেদিন মার্কিন মুলক থেকেই ঋতুপর্ণা জানান তিনি কোনও চিঠি পাননি। এই মুহূর্তে আগামী ছবি ‘অযোগ্য’ নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এ বছর লোকসভা নির্বাচনে ভোট দেননি অভিনেত্রী। তবে কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দু একবার সৌজন্য সাক্ষাৎ হয়েছে কিন্তু কোনভাবেই রেশন মামলা সম্পর্কিত কোন কিছু তিনি জানেন না। আজ কি হাজিরা দেবেন টলিকুইন, নজর থাকছে সেই দিকে।








































































































































