আমেরিকায় টর্নেডোর দাপটে মৃত ২৩, বিপর্যয়ের ভোগান্তিতে ৩ লক্ষ মানুষ!

0
2

মার্কিন মুলুকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমেরিকার একাংশে আচমকা টর্নেডোর (Tornedo in America) দাপটে এখনও পর্যন্ত কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত একাধিক। মিসিসিপি, ওহিও এবং তেনাসি নদীর আববাহিকা অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে। সোমবার রাত পর্যন্ত টর্নেডোর জেরে ৭টি রাজ্যের প্রায় ৩ লক্ষ মানুষ বিদ্যুৎহীন। অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে রবিবার অন্তত ১১টি টর্নেডো আঘাত হানে একাধিক অঞ্চলে। এর জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে বিভিন্ন এলাকা।টর্নেডোর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, গাড়ি এবং বহুতলের। দুর্যোগ এখনও কাটেনি যার ফলে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ১২০ মিলিয়ন মানুষ। সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ঘূর্ণিঝড়, ক্ষতিকর দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে চলেছে৷ নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি এবং মেরিল্যান্ডের বেশ কিছু অংশ-সহ পূর্ব উপকূলে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।