এবার ইজরায়েলি সেনা হামলা চালাল দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে। প্রাণ গিয়েছে বহু শিশুর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই হামলার জেরে সমালচনার সম্মুখীন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর দাবি,”সাধারণ নাগরিকদের ক্ষতি না করার চেষ্টা করেছিলাম। তারপরেও গতকাল রাতে একটি মর্মান্তিক ভুল হয়ে গিয়েছে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, কীভাবে এই ভুল হল, তার তদন্ত চলছে। শরণার্থী শিবিরে হামলার কথা আগেই স্বীকার করে নিয়েছে ইজরায়েলের সেনা। তারা জানিয়েছিল, রাফায় একটি বসতি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছিল। এদিকে পালেস্তাইনের দাবি করেছিল, উত্তর গাজা থেকে আসা শরণার্থী শিবিরেই হামলা করেছে ইজরায়েলি সেনা। অবশেষে প্যালেস্তাইনের এই দাবিকে মেনে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
এই হামলার জেরে মৃতের সংখ্যা বাড়বে এই বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, হাসপাতালে কোনও জীবনদায়ী ওষুধ নেই। বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন। ফলে রেডক্রস ও রাষ্ট্রসংঘের আশঙ্কা, আহতরা সকলেই প্রাণ হারাবে।
আরও পড়ুন- আমেরিকায় টর্নেডোর দাপটে মৃত ২৩, বিপর্যয়ের ভোগান্তিতে ৩ লক্ষ মানুষ!










































































































































