মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান শুরু। পাটনার ব্যাংক প্রতারণা (Patna bank fraud case) মামলার তদন্তে মহিষবাথান, রাজারহাট এবং সেক্টর ফাইভে দুই হোটেল ব্যবসায়ীর বাড়ি অফিসে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED) গোয়েন্দারা। ভোটের মুখে শহর কলকাতার বুকে ইডির তৎপরতায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
আর্থিক প্রতারণা মামলায় (Money Laundering Case) পাটনা এবং বাংলার ইডি আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালাচ্ছেন। সংস্থার অন্যান্য ডিরেক্টরদের বাড়িতেও চলছে। অভিযুক্ত ব্যবসায়ীদের দিঘা, পুরী, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় একাধিক হোটেল রয়েছে বলে খবর মিলেছে। যদিও এই ব্যবসায়ীরা কীভাবে আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত এবং কোথায় কোথায় টাকা পাচার করেছেন বলে সন্দেহ করা হচ্ছে সেই সম্পর্কে কোনও আপডেট দেননি তদন্তকারী গোয়েন্দারা।