আজ, মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ম্যারাথন লোকসভা নির্বাচনে আগামী ১ জুন সপ্তম দফার ভোট। আর শেষ দফা ভোটের আগে এটাই মোদির শেষবার বঙ্গ সফর। এই সভ সফল করতে মরিয়া বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমাবেশে জমায়েত করা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন নেতৃত্ব।সঙ্গে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাই প্রধানমন্ত্রীর সভা ঘিরে এক হিসেবে সাঁড়াশি চাপে গেরুয়া পার্টির নেতারা।

১৯৮৭ সালে বারুইপুর এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তারপর নরেন্দ্র মোদি আসবেন। স্বাভাবিকভাবে তাঁর এই সফরকে ঘিরে সাজোসাজো রব। এলাকায় টাঙানো হয়েছে বিজেপির পতাকা, ব্যানার। বারুইপুরের সাগর সঙ্ঘ মাঠে এদিন বিকেল চারটে প্রধানমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে। এজন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার সড়ক পথ ধরে তিনি পৌঁছবেন সভাস্থলে। এজন্য কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা এসপিজি এলাকা পরিদর্শন করেছে। তারপর শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। কিন্তু হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাগর সঙ্ঘ মাঠ আয়তনে বেশ বড়। অন্যদিকে, বারুইপুরে সেই অর্থে বিজেপির সংগঠন দুর্বল। ফলে মাঠ ভরাতে গেলে বাইরের লোকই ভরসা। তাই বিজেপি নেতৃত্ব গোটা জেলা থেকে লোক আনতে তৎপরতা শুরু করেছে। মোদির সভাকে সফল করতে শুধু যাদবপুর নয়, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা থেকেও লোক আনতে মরিয়া বিজেপি। আগেভাগে জল মেপে নিতে চাইছে গেরুয়া শিবির। কোনও ভাবে লোক আনতে ব্যর্থ হলে আবহাওয়ার অজুহাতে সভা বাতিল করেও দিতে পারে বিজেপি নেতৃত্ব।

যাদবপুরের পাশাপাশি এদিন বারাসাত কেন্দ্রে দলীয় প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ২টো অশোকনগরের হরিপুর খেলার মাঠে প্রথম সভা করবেন মোদি। এই সভাতেই লোক জমায়েত নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপিকে।
অন্যদিকে, উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের সমর্থনেও এদিন রাস্তায় নামবেন মোদি। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড-শো করবেন প্রধানমন্ত্রী। যাওয়ার কথা বাগবাজারের কাছে এক নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটিতেও। যে বাড়িটি ‘মায়ের বাড়ি’ হিসেবে পরিচিত। রাতে থাকবেন রাজভবনে।










































































































































