বারবার চেষ্টা করলেও লাভের লাভ হচ্ছে না। উল্টে বেড়েই চলেছে সংঘর্ষ। ফের ইজরায়েলে (Israel) বড়সড় মিসাইল হামলা (Missile Attack) চালাল হামাস (Hamas)। রবিবার সকালে তেল আভিভে মিসাইল হামলা চলে। তবে আশঙ্কা আরও বাড়ছে কারণ কানাঘুষো শোনা যাচ্ছে ইজরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধের সাইরেনের শব্দ। যদিও সাইরেন বাজানোর আসল কারণ এখনও জানা যায়নি।


একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে হামাস। তেল আভিভকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে খবর। তবে নতুন করে মিসাইল হামলায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। গত ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে বেনজির হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস। সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করছে ইজরায়েলি টেলিভিশন। সেখানে দেখা গিয়েছে, হামাসের হাতে বন্দি রক্তাক্ত মহিলাদের। যা দেখে রীতিমতো শিউরে উঠেছে দেশ। এরপর থেকেই নেতানিয়াহুর উপরে ক্ষোভ আরও বেড়েছে।

এদিকে পণবন্দিদের পরিবারগুলি ইজরায়েলের সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, দ্রুত যেন বন্দিদের ফেরানোর বিষয়ে পদক্ষেপ করা হয়। এই মুহূর্তে প্রায় ১২১ জন বন্দি রয়েছেন হামাসের ডেরায়।
