ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। আবারও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ। ভোট দিতে আসা মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল ওই জওয়ানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই অভিযুক্ত জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরাল নির্বাচন কমিশন।

আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ১২৬ নম্বর বুথের ঘটনা। এক মহিলা ভোটার অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে আসেন, তখন তাঁকে ওই জওয়ান নিগ্রহ করে। জল চাওয়ার অছিলায় বাড়িতে গিয়ে সিআরপিএফ জওয়ান বধূর শ্লীলতাহানি করে বলেই অভিযোগ।


তবে এই প্রথম নয়। চলতি লোকসভা নির্বাচনে আগেও যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় উঠেছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে হাওড়া, হুগলতেও এমন অভিযোগ তুলেছিলেন মহিলারা।










































































































































