মোদির না কি জৈবিকভাবে জন্ম হয়নি! প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তাঁকে তীব্র খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, রায়দিঘির সভা থেকে এই প্রসঙ্গে মোদিকে ধুয়ে দেন মমতা। বলেন, ওনার না কি বায়োলজিকাল জন্ম নয়। বাবা-মা কেউ নেই! আকাশ থেকে এসেছেন উনি। এরপরেই মমতা বলেন, দেবতা হলে মন্দিরে থাকুন, পুজোর ব্যবস্থা করব। দেশ বিক্রি করতে দেব না।
“আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য আমাকে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন।”- কিছুদিন আগেই এই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিষয় নিয়েই তাঁকে ধুয়ে দেন তৃণমূল (TMC) সভানেত্রী। বলেন, “মোদি নাকি একটা সভায় বলেছে- ওর নাকি বায়োলজিক্যাল জন্ম হয়নি! মানে বাবা মা কেউ নেই। আকাশ থেকে এসেছেন, ঈশ্বর ওকে পাঠিয়েছে! ভাবুন কোন লেবেলে মিথ্যে কথা বলে!” এরপরেই এক দম্পতির মিথ্যে কথা বলা নিয়ে একটি গল্প শোনান মমতা। তাঁর মতে, হারের বয়েই উল্টোপাল্টা কথা বলেছেন বিজেপি নেতৃত্ব।
রায়দিঘির প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ করে মমতা (Mamata Bandopadhyay) বলেন, “প্রভু জগন্নাথও নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন! উনি তো তাহলে মহান ঈশ্বর! তা হলে আপনার মন্দির তৈরি করে দেব। সেখানে তোমার একটা ছবি রাখব। পুরোহিত রেখে দেব। তুলসী, ধূপ দেব৷ রোজ ধোকলা, প্রসাদ দেব। খাও-দাও আর সেখানেই বসে থাকো। দেশটাকে বিক্রি করতে হবে না।”











































































































































