গণতন্ত্রের গণদেবতা মানুষ: বিজেপির ‘দম্ভের’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

0
6

মোদির চাটুকারিতা করতে গিয়ে বিজেপি নেতারা তাঁকে দেবতার ঊর্ধ্বে বসিয়ে দিচ্ছেন! পুরীর বিজেপি প্রার্থী তথা জাতীয় স্তরের নেতা সম্বিত পাত্র মন্তব্য করেন, জগন্নাথদেব নাকি মোদির ভক্ত! তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার জনসভায় এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরে রাতে নিজের এক্স হ্যান্ডলে সম্বিতকে নিশানা করেন অভিষেক। সাফ জানান, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল দেখে বাস্তবের মাটিতে আছড়ে পড়বে গেরুয়া শিবির।অভিষেক লেখেন,
“গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে?
কিন্তু বিজেপি তাদের দম্ভে নিজেদের ভগবানের সমকক্ষ করতে শুরু করেছে।
নিশ্চিন্ত থাকুন। ৪ জুন বাংলা তাদের বাস্তবে ফিরিয়ে আনবে।” এর সঙ্গে নিজের প্রচারের ভিডিও পোস্ট করেন অভিষেক।

এর আগে এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে সম্বিতের বক্তব্যকে নিয়ে বিজেপিক তীব্র নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “এঁরা কী বলছে দেখেছেন? বলছে, প্রভু জগন্নাথ মোদিজির ভক্ত।  আমরা যাঁরা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির ঠাকুরের সিংহাসনে মা কালী, লক্ষ্মী-গণেশ, তার পাশে মহাদেব থাকলে তাঁর পাশে বা সামনে জগন্নাথ ঠাকুরকে রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে এঁরা মোদিজির ভক্ত।“ এরপরেই আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “এঁদের এত দম্ভ, এত ঔদ্ধত্য, এত অহংকার।“