এবার ভারতীয় দলের কোচ খুঁজতে আসরে ধোনি

0
4

এবার ভারতীয় দলের কোচ খুঁজতে আসরে নামলেন মহেন্দ্র সিং ধোনি। সূত্রের খবর, পছন্দের কোচের ব্যাপারে বোর্ডকে জানাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। আর ইতিমধ্যে নতুন কোচের জন্য বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই।

সূত্রের খবর, ধোনি বিসিসিআইয়ের কাছে ফ্লেমিংয়ের নাম প্রস্তাব করেছেন। এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ফ্লেমিং এখনও না করেনি। তবে চুক্তির মেয়াদ নিয়ে কিছু সমস্যা রয়েছে ওর। সেটা অস্বাভাবিক নয়। রাহুল দ্রাবিড়ও শুরুতে রাজি ছিল না। পরে রাজি করানো হয়েছে। একই জিনিস ফ্লেমিংয়ের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেলে অবাক হওয়ার কিছু নেই। ধোনির থেকে ভাল ফ্লেমিংকে আর কে বোঝাতে পারে ।” এছাড়াও তিনি বলেন, “ ধোনির সঙ্গে বোর্ডের আলোচনার পথ খোলাই রয়েছে। তবে আইপিএলের মাঝে তা ঠিক হত না। এখন সেটা করা যেতে পারে।” সূত্রের খবর, বিসিসিআইও চেয়েছিল রাহুল দ্রাবিড়ের পরিবর্তে স্টিফেন ফ্লেমিংকে বেছে নিতে। তবে বিভিন্ন দেশের টি-২০ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রথমে তিনি ২০২৭ পর্যন্ত চুক্তি করতে রাজি হননি। এছাড়াও জানা যাচ্ছে, ফ্লেমিং-এর পর কোচ হিসাবে বোর্ডের পছন্দ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে।

আরও পড়ুন- অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি?