বিতর্কিত ন্যায় সংহিতা কার্যকরের বিরোধিতা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার আবেদনকারীকে মামলা প্রত্যাহারের অনুমতিও দিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, লোকসভা নির্বাচন শেষ হলেই এই আইন কার্যকর হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। গত বছরের শেষদিকে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। এই তিন আইনকে একসঙ্গে ন্যায় সংহিতা বলা হয়। এই নতুন আইন কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি করেছে বিরোধীরা। কিন্তু সেসব আপত্তি মানতে চায়নি কেন্দ্র। জানিয়ে দেওয়া হয়, ১ জুলাই ওই তিন আইন কার্যকর হবে দেশজুড়ে।
এরপরই কেন্দ্রের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। তিনি আবেদনে জানান, দণ্ড সংহিতা আইন যেসময়ে পাশ হয় তখন অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন। সঠিকভাবে আলোচনাও হয়নি এই আইন নিয়ে। এই আইনে বেশ কিছু গলদ থাকতে পারে। অসঙ্গতি থাকতে পারে আইনের নানা ধারায়। সেগুলো খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটিও গঠনের আবেদন জানান তিনি।
সেই আবেদনের ভিত্তিতেই সোমবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। প্রথমেই কমিটি গঠনের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপরে বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানায়, খানিকটা দায়সারাভাবে আবেদন জানানো হয়েছিল। তাই এই মামলা খারিজ করা হল।









































































































































