ঘাটালে শাসক-বিরোধী দুই দলেই দুই অভিনেতা প্রার্থী। তৃণমূলের দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেব, যিনি ঘাটালের বর্তমান সাংসদ। আর বিপরীতে বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। রবিবার, কেশপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে নাম না করে হিরণকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কাজ নেই বলেই দু-নম্বরি করতে রাজনীতিতে এসেছেন হিরণ- তীব্র কটাক্ষ অভিষেকের। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূল যাঁদের তাড়িয়ে দেয়, তাঁদেরই বিজেপি মাথায় করে রাখে।

বিজেপি প্রার্থী প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘ওটার নাম নেব না। যত সব দু-নম্বরি লোক। আমরা যে কটাকে দল থেকে বার কর দিই, বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে। কোথায় দীপক অধিকারী (Dipak Adhikari), আর কোথায় ওই দু’নম্বরি প্রার্থী! দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে। ওঁর রাজনীতি করার দরকার পড়ে না। আর যে বিজেপিরে প্রার্থী হয়েছে, চার বছরে একটাও সিনেমা পাইনি। কাজ নেই তো, পয়সা কামাতে এসেছে!’’
এদিনের সভা থেকে বিজেপির পাশাপাশি সিপিআইএমকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, সিপিএমের হার্মাদরাই জার্সি বদল করে এখন বিজেপি হয়েছে। বলেন, ‘‘আমি খবর পাচ্ছি কেশপুরে আবার সিপিএমের হার্মাদগুলো বিজেপির জার্সি পরে সিপিএমের সময়ের কালো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমি বলছি সাহস ভাল, দুঃসাহস ভাল নয়। ৪ তারিখের পর আপনারা যে ভাষায় বোঝেন সেই ভাষায় এর জবাব দেব।’’
অভিষেকের কথায়, ‘‘বাবু সেজে আপ-ডাউন করছে বিজেপি। সোমবার বাংলায় এসে প্রধানমন্ত্রী মোদি সভা করবেন। ২০২১ সালে ভোটে বিজেপি এখানে হারার পর কতবার এসেছেন? কতবার জিজ্ঞাসা করেছেন খেয়েছেন কি না? বাড়িতে সব ঠিক আছে কি না। সবাই ভাল আছে কি না। কোনও প্রয়োজন আছে কি না। আপনাদের পাশে কে দাঁড়িয়েছিল? এই দেব। কোভিডের সময় যেখানে যেখানে এই ঘাটালের মানুষ আটকেছিল, তাঁদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে দেব। বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর দায়িত্ব নিয়েছে দেব। আদর্শ সাংসদের কাজ করেছে দেব। এই ছেলেটাকে জেতাতে হবে।’’
ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রচার, সুতরাং ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা যে চর্চায় আসবে সেটা স্বাভাবিক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘‘ঘাটালে একমাস আগেই এসে প্রতিশ্রুতি দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যানের। ছমাসের মধ্যে ওই কাজ শুরু হয়ে যাবে।’’











































































































































