পঞ্চম দফায় ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঘোষণা কমিশনের

0
2

সোমবার পঞ্চম দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে গুরুত্বপূর্ণ হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগণার দুটি কেন্দ্রে। গুরত্বপূর্ণ এই জেলাগুলির নির্বাচনে অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন। চতুর্থ দফার নির্বাচন পর্যন্ত বাংলাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে কমিশন। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচনের যে ঐতিহ্য চার নির্বাচনে দেখেছে বাংলা সেই ধারাকে জারি রাখতেই সাত কেন্দ্রের নির্বাচনে মোতায়েন থাকছে ৬১৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।

কমিশন জানিয়েছে পঞ্চম দফা নির্বাচনে ৬১৩ কোম্পানি বাহিনীর পাশাপাশি ৩৭ কোম্পানি বাহিনী অতিরিক্ত হিসাবে রিজার্ভে রাখা থাকছে। পাশাপাশি রাজ্য পুলিশ থাকছে ২৫,৫৯০ জন। কিউআরটি (ক্যুইক রেসপন্স টিম) ভ্যান থাকছে ৫৬৭ টি।

যেভাবে বাহিনী বিন্যাসের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন:
বারাসত পুলিশ জেলা – ২১ কোম্পানি
ব্যারাকপুর পুলিশ জেলা – ৬৫ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা – ১৮ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা – ৫৫ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট – ৬৪ কোম্পানি
হুগলি গ্রামীণ – ১৮১ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট – ৮১ কোম্পানি
হাওড়া গ্রামীণ – ১১ কোম্পানি
পশ্চিম মেদিনীপুর – ২৪ কোম্পানি
রানাঘাট – ৩০ কোম্পানি