কানের লাল গালিচায় প্রথম এন্ট্রি, ‘ফ্রেঞ্চ রিভিয়েরা’য় নজর কাড়লেন কিয়ারা

0
4

কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival) নিয়ে আলোচনার শেষ নেই। কখনও ঐশ্বর্য, কখনও উর্বশী – সাজপোশাকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রীরা। তবে এবার শিরোনামে কিয়ারা আডবানি (Kiara Advani)। প্রথমবার কানের লাল গালিচায় তাঁকে দেখে চোখ সরাতে পারছেন না পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিরার। শ্বেতশুভ্র পোশাকে তিনি এতটাই মোহময়ী যে সমাজমাধ্যমে কমেন্টের বন্যা।

৭৭তম ফ্রেঞ্চ রিভিয়েরায় (77th French Riviera)কানের ভ্যানিটি ফেয়ারে ‘সিনেমা গালা ডিনার’-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। রেড কার্পেটের জন্য প্রবাল গুরুংয়ের ফল উইন্টার ২০২৪ ফ্রেগমেন্টেড মেমরিস কালেকশনের পোশাক পরলেন তিনি। সঙ্গে ছিল স্যাটিন ম্যাটেরিয়ালের থাই-হাই স্লিট পোশাক। কিয়ারার সেই লুক দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে শনিবার ফ্রেঞ্চ রিভিয়েরা’য় যোগ দেওয়ার জন্য ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজও।