অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার বিমান পরিষেবা ফের চালু

0
4

চিকিৎসা করাতে চেন্নাই যাবেন? আর ট্রেনের চিন্তা করতে হবে না। ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে থাকতে হবে না আর। আপনি যদি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া অথবা বীরভূমের বাসিন্দা হন, তাহলে মাত্র কয়েক ঘণ্টাতেই এবার পৌঁছে যাবেন চেন্নাই। সৌজন্যে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর। কারণ অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার বিমান পরিষেবা ফের চালু হয়ে গেল। ফলে চিকিৎসার জন্য হোক কিংবা শিক্ষা, অথবা কাজের সুযোগ, খুব সহজেই এবার বাংলা থেকে পাড়ি দিতে পারবেন দক্ষিণ ভারতে।

পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ মে থেকে ফের অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে অন্ডাল-চেন্নাই রুটে আবার বিমান চালানো শুরু করা হয়েছে। অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার জন্য নন স্টপ সরাসরি পরিষেবা দেবে ইন্ডিগোর এই বিমান।

জানা গিয়েছে, ইন্ডিগোর এই বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে সকালে রওনা দেবে অন্ডালের উদ্দেশ্যে। সকাল ৫:৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান শুরু করবে বিমানটি। অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ। আবার সকাল ৮:৫৫ মিনিট নাগাদ বিমানটি উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছবে বেলা ১১:২৫ মিনিটে। অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ কর্তা কৈলাস মন্ডল জানিয়েছেন, অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা ফের শুরু হয়েছে। যার ফলে শহর সহ সংলগ্ন জেলাগুলির যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। পাশাপাশি যে সমস্ত যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকেন, তারা এই বিমান পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। যাতায়াতের সময় অনেক কম লাগবে।