১) একটা যুগের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

২) সুনীল ছেত্রীর নাকি মা এবং স্ত্রীকে জানানোর পর তাঁরা নিজেদের আবেগ সামলাতে পারেননি। কেঁদে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে। নিজের অবসরের ভিডিও বার্তায় এমনটাই বললেন সুনীল ছেত্রী।এই নিজের ভিডিও বার্তায় সুনীল বলেন, “ অবসরের কথা সবার আগে নিজের পরিবারকে বলেছিলাম। মা এবং স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল।

৩) এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি। নিজের অবসরের পর কি করবেন আর কি করবেন না, তা নিয়ে মুখ খুললেন বিরাট। তবে এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা তাঁর নেই বলে জানান কোহলি। চলতি আইপিএল-এ দুরন্তে ফর্মে বিরাট। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ৬৬১ রান করে কমলা টুপির দৌড়ে রয়েছেন তিনি। রয়েছেন টি-২০ বিশ্বকাপেও।

৪) সামনের মাসেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ওই দিন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। আর এদিন সেই স্টেডিয়াম উদ্বোধন করল আইসিসি এবং আমেরিকার ক্রিকেট সংস্থা।স্টেডিয়াম উদ্বোধন করেন টি-২০ বিশ্বকাপের অন্যতম দূত উসেইন বোল্ট।
৫) সুনীল ছেত্রীর অবসরের খবরের পরই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভারত অধিনায়ক। শুভেচ্ছাবার্তা পাঠালেন বিরাট কোহলি-নীরজ চোপড়ারাও। শুভেচ্ছা জানালো ফিফা, ভারতীয় ফুটবল , ভারতীয় ক্রিকেট বোর্ডও।
আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ








































































































































