দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনপ্লাবনে ভেসে রোড শো-এর পরে বারাকপুরের জাফরপুর মোড়ে দাঁড়িয়ে দলবদলু বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিজেপির হয়ে অর্জুন সিং (Arjun Singh) এর আগে জেতার পরে ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন এলাকায়। তারপর তৃণমূলে এসে ভিজে বেড়াল হয়ে খাঁচা বন্দি ছিলেন।
এদিনে নিজের বক্তৃতায় অভিষেক বলেন, বিজেপির (BJP) টিকিটে ২০১৯-এ জিতে বারাকপুরের ধারাবাহিক সন্ত্রাস চালিয়ে ছিলেন অর্জুন। বোমাবাজি, রাহাজানি, খুন-সব হয়েছে বলে অভিযোগ অভিষেকের। এরপরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা অর্জুন সিংকে (Arjun Singh) কেন দলে নিয়ে ছিলাম? এরপরেই ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, আমারা এটা প্রমাণ করার জন্য নিয়েছিলাম, যে বিজেপির জার্সি না থাকলে অর্জুন সিং ভিজে বেড়াল। তৃণমূলে যখন ছিল খাঁচা বন্দি ছিল। অভিষেকের কথায়, ২০২২-২৩ সালে যখন অর্জুন তৃণমূলে ছিল, তখন এলাকায় কোনও নৈরাজ্য, গুন্ডামি, মস্তানি, গাজোয়ারি করতে দিইনি। CPIM-কংগ্রেস-BJP-নির্দল পরে হবে, আগে মানুষের জীবন। অভিষেকের কথায় উদ্বেল হয়ে ওঠে জনতা।
এই সভায় বিজেপি নেতা অমিত শাহকেও (Amit Shah) নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেন, “সবকো উল্টা করকে সিধা কর দেঙ্গে”। আর কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বারাকপুরে সভা করতে আসেন, তখন অর্জুনের পুত্র তাঁকে রবীন্দ্রনাথের উল্টো ছবি হাতে ধরিয়ে দেন। তীব্র খোঁচা দিয়ে অভিষেক বলেন, রবীন্দ্রনাথকেই উল্টো করে দিয়েছে। এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলে তৃণমূল।










































































































































