আজও জোড়া কর্মসূচি মমতার, আরামবাগ-ব্যারাকপুরে প্রচার সভা অভিষেকের

0
4

বুধবারও জোড়া কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন প্রথমে তিনি হুগলি (Hoogly) লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সমর্থনে জনসভা করবেন। চুঁচুড়া বিধানসভা এলাকায় সভা হবে বলে খবর। হুগলি লোকসভা কেন্দ্রে লকেটের সঙ্গে টক্কর রচনার। এদিন হুগলির পর হাওড়াতেও (Howrah) সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। সেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ সভা করবেন মমতা। পর পর তিন বার হাওড়া থেকে জিতেছেন প্রসূন।


অন্যদিকে মমতার মতোই এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’টি প্রচার কর্মসূচি রয়েছে। অভিষেকের প্রথম সভাটি হবে আরামবাগ লোকসভায়। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে মিতালি বাগকে। ২০১৯ সালে এক হাজারের কিছু বেশি ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর অভিষেক ব্যারাকপুরে প্রচার সারবেন। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে একটি রোড-শো করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই আসনে পার্থের লড়াই দলবদলু বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে। বুধবার মমতা-অভিষেকের কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।