মোদির ‘বেনিয়মে’র তৃতীয় অভিযোগ, মনোনয়নের দিনই কমিশনে তৃণমূল

0
4

বিজেপি কী আদর্শ আচরণবিধির ঊর্ধ্বে? নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় অভিযোগ দায়ের কমিশনে। কোনও অভিযোগে কী কোনও ব্যবস্থা নিয়েছে কমিশন? তাহলে কী এমসিসি এখন মোদি কোড অফ কনডাক্ট হয়ে গিয়েছে? প্রশ্ন অনেক। কিন্তু বিরোধীদের দেওয়ার মতো কোনও উত্তরই নেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তবুও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তত শেষ তিন দফা নির্বাচনের আগে যাতে কমিশন নিজেদের দায়িত্ব বুঝতে পারে, সেই কথা স্মরণ করাতেই ফের নির্বাচন সদনে তৃণমূল প্রতিনিধিদল। এই সব প্রশ্ন নিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন সাংসদ সাকেত গোখলে ও সাংসদ সাগরিকা ঘোষ।

চতুর্থ দফা নির্বাচনের দিনও নির্বাচনের আদর্শ আচরণ বিধি বিভিন্ন ভাবে ভেঙেছেন নরেন্দ্র মোদি, অভিযোগ তৃণমূলের। বারবার ধর্মীয় উস্কানিমূলক কথা বলছেন। এমন শব্দ ব্যবহার করছেন যা আচরণবিধি লঙ্ঘন করে। মঙ্গলবারও মনোনয়ন পেশের সময় তাঁকে আদ্যোপান্ত ধর্মের মোড়কেই দেখা যায়। সেই সঙ্গে নির্বাচনে কোনওভাবেই যে কোনও প্রতিশ্রুতি দেওয়া যায় না, সেই নিয়মকেও ভেঙেছেন মোদি।

 

এই সব অভিযোগ নিয়ে আগে দুবার কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার সাংসদ সাকেত ও সাংসদ সাগরিকা ফের কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন আগের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নিয়েছে। উত্তরে কমিশনের আধিকারিকরা জানান তাঁরা বিজেপি সভাপতিকে চিঠি দিয়েছেন। এরপরেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয় বিরোধীদের বারবার ‘প্রেমপত্র’ পেশ করা কমিশন কেন বিজেপির ক্ষেত্রে নীরব। তৃণমূলের দুই সাংসদ কমিশনকে স্মরণ করান, তিন দফার নির্বাচনের আগে যেন তাঁরা নিজেদের কর্তব্যের প্রতি সচেতন হন।