অবশেষে গললো বরফ, রাহুলকে নৈশভোজে ডাকলেন গোয়েঙ্কা

0
3

অবশেষে গললো বরফ। তিক্ততা মিটল সঞ্জীব গোয়েঙ্কা এবং লখনউ অধিনায়ক কেএল রাহুলের মধ্যে। গতবুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারার পর রাহুলকে ভর্ৎসনা করেছিলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে সোমবার বদলে গেল সম্পর্ক। রাহুলকে বাড়িতে নৈশভোজে ডেকেছিলেন লখনউ-এর মালিক। বাড়িতে ডেকে অধিনায়ককে বুকে টেনে নেন তিনি। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, গোয়েঙ্কার বাড়িতে গিয়েছিলেন রাহুল। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। মনে করা হচ্ছে ভুল বুঝতে পেরেই রাহুলকে নিজের বাড়িতে ডেকেছিলেন এবং অধিনায়কের সঙ্গে সব সম্পর্ক ঠিক করে নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

গত বুধবার হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা।

আরও পড়ুন- রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ মহারাজ