হানিমুন ট্যুরে হট এয়ার বেলুনে অনুপম- প্রশ্মিতা!

0
4

বিয়ের দুমাস পর মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক দেশে মধুচন্দ্রিমায় (Honeymoon Tour)গিয়ে নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত বাংলা সঙ্গীত জগতের (Bengali Music industry)দুই উজ্জ্বল তারকা অনুপম রায় এবং প্রশ্মিতা পাল (Anupam Roy & Prashmita Paul)। যুগলের মাঝআকাশে রোমান্টিক সফরের ছবি সমাজমাধ্যমে বেশ ভাইরাল।

তুরস্কের জনপ্রিয় কাপ্পাডোসিয়ায় ঘুরে বেড়াচ্ছেন দম্পতি। অনুপম রায়ের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলেই তার ঝলক মিলছে। মধুচন্দ্রিমার মাঝে ইস্তানবুলের গ্র্যান্ড বাজারেও ঘুরে এসেছেন অনুপম-প্রশ্মিতা। আইটিনারিতে কখনও থাকছে ব্লু মস্ক, বসফোরাস আবার কখনও হাগিয়া সোফিয়া। তবে সবথেকে বেশি নজর কাড়ল হট বেলুন রাইড। গায়ক গায়িকা এর জন্য প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন বলে জানা যাচ্ছে।