প্রেগন্যান্সি আর বাইবেল দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী শব্দ একসঙ্গে নিয়ে এসে বইয়ের নাম লিখে ফেললেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। আর তাতেই আইনি জটে পড়তে হয়েছে তাঁকে। খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। কিন্তু ঠিক কী হয়েছে? জানা যাচ্ছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রী বই লিখেছিলেন, তার নাম দিয়েছিলেন ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল'(Kareena Kapoor Khan’s Pregnancy Bible)। আর এই ‘বাইবেল’ (Bible)শব্দ ব্যবহারের যত কাণ্ড। জানা গিয়েছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই করিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশের উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সইফ আলি খানের ‘বেগম’ নিজের গর্ভাবস্থার সঙ্গে ‘পবিত্র গ্রন্থ বাইবেল’-এর তুলনা করার কারণে এটা খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি প্রাথমিকভাবে জব্বলপুরের এক স্থানীয় থানায় করিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাই সেসময় মামলাটি খারিজ হয়ে গিয়েছিল। তবে এবার এই একই মামলা হাইকোর্টে পৌঁছেছে।









































































































































