ইতিমধ্যে আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তিন বিদেশিকে সই করিয়ে ফেলেছে লাল-হলুদ। আর এবার জানা যাচ্ছে, আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র মিজো মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে ওরফে আপুইয়াকে সই করাতে চায় ইস্টবেঙ্গল। এবারের আইএসএল ফাইনালে সেরা ফুটবলারের সম্মান পেয়েছেন ২৩ বছরের এই মিডিও।

ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার চাইছেন। আপুইয়া তাঁর প্রথম পছন্দ। কিন্তু মুম্বই সিটির সঙ্গে মিজো তারকার চুক্তি রয়েছে আরও দু’বছরের। ২০২৬-এর ৩১ মে পর্যন্ত আপুইয়ার চুক্তির মেয়াদ। তাই মুম্বইয়ের মিজো তারকাকে দলে নিতে হলে প্রায় ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। শোনা যাচ্ছে, মোহনবাগানও নাকি আপুইয়ার দিকে হাত বাড়াতে পারে। তবে বৃহস্পতিবারের বোর্ড মিটিংয়ে ইস্টবেঙ্গল কর্তারা ঠিক করেছেন, আপুইয়াকে পাওয়ার চেষ্টা করা হবে।

ইস্টবেঙ্গল কোচ এবং আপুইয়ার এজেন্ট এক ব্যক্তি। এই জায়গায় মিজো মিডফিল্ডারকে পাওয়ার আশা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে, মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে খেলবে বলে শক্তিশালী দল গড়ছে। অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন চুক্তিসই করে কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করবে ক্লাব। এদিকে, কোচ আন্তোনিও লোপেজ হাবাস মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, তাঁর এখনই কোনও অস্ত্রোপচার করার প্রয়োজন নেই। দ্রুত তিনি নতুন মরশুমের দলগঠন নিয়ে ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে চান।
আরও পড়ুন- আজ ইডেনে নামছে কলকাতা, বৃষ্টিতে পণ্ড হলে কি হবে শ্রেয়সদের?









































































































































