সপ্তাহান্তে বালিতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা উপলক্ষে ব্যস্ততা এখন তুঙ্গে জেলা জুড়ে। বুধবার সমস্ত ব্লকের যুব তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। তিনি ছাড়াও ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সহ-সভাপতি পূর্ণেণ্দু ঘোষ সহ সমস্ত ব্লকের যুব তৃণমূলের নেতারা।

বৈঠকে রবিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা উপলক্ষে কীভাবে যুব তৃণমূলের কর্মীরা সাংগঠনিক প্রস্তুতি নেবেন তার রূপরেখা তৈরি হয়। কৈলাশ মিশ্র জানান, বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় রেকর্ড সংখ্যায় উপস্থিতি হবে। এর মধ্যে যুবকর্মীদের উপস্থিতি থাকবে সর্বাধিক। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

শনিবার উলুবেড়িয়ার পাঁচলা মোড়ে নেতাজি সংঘের মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা নেতৃত্ব জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই হাওড়া সদরের নির্বাচনী কমিটি সদস্যরা বৈঠক সেরেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ দলের জেলা নেতৃত্ব।
আরও পড়ুন- কী ঘটেছিল রাজভবনে? জনসমক্ষে ঘটনার সিসিটিভির ফুটেজ দেখাবে রাজভবন






































































































































